মমতা প্রাইজ প্রজেক্টের ছয় মাসব্যাপী কারিগরী প্রশিক্ষণ

| শনিবার , ৩০ মার্চ, ২০২৪ at ১০:৫৭ পূর্বাহ্ণ

মমতা পরিচালিত পার্টনারশিপ রিইনফোর্সমেন্ট ফর ইনটিগ্রেটেড স্কিল এ্যানহেন্সমেন্টের (প্রাইজ) আওতায় শিক্ষার্থী ও মাস্টারক্রাফ্‌ট পারসনদের অংশগ্রহণে সম্প্রতি দক্ষতা উন্নয়ন কর্মসূচি প্রশিক্ষণ সম্পন্ন হয়। কর্ণফুলী থানাধীন মমতার কলেজবাজার শাখায় ‘এমপাওয়ারিং মোস্ট ডিজঅ্যাডভান্টেজ্‌ড এডোলেসেন্ট, ইউথ এন্ড ইয়াং উইমেন বাই ক্রিয়েটিং অ্যান ইকোসিস্টেম ফর অল্টারনেটিভ লার্নিং প্রোগ্রামের’ আওতায় এ দক্ষতা উন্নয়ন কর্মসূচির প্রশিক্ষণ আয়োজিত হয়।

কর্ণফুলী উপজেলার মোট ৫০ জন প্রশিক্ষণার্থীকে কম্পিউটার, টেইলারিং ও বিউটিফিকেশন বিষয়ে ৬ মাসব্যাপী এসব বিষয়ে কারিগরী প্রশিক্ষণ প্রদান করা হয়। এসব প্রশিক্ষণার্থীদের মধ্যে ৪৬জনই বর্তমানে বিভিন্ন স্থানে কর্মসংস্থান লাভ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন।

প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মমতার প্রধান নির্বাহী, একুশে পদকপ্রাপ্ত সমাজসেবক রফিক আহামদ। আন্তর্জাতিক সংস্থা ব্র্যাকের সহায়তায় পরিচালিত উক্ত কর্মসূচির সনদ প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন মমতার উপপ্রধান নির্বাহী মো. ফারুক, সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, পরিচালক সুব্রত বড়ুয়া সহ অন্যান্যরা।

পূর্ববর্তী নিবন্ধদেওয়ান বাজার ওয়ার্ডে বিন বিতরণ
পরবর্তী নিবন্ধক্বণন’র আবৃত্তি অনুষ্ঠান ‘সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের’