মমতার বিশেষ সাধারণ সভা

| সোমবার , ৩০ জুন, ২০২৫ at ৬:১৮ পূর্বাহ্ণ

বেসরকারী উন্নয়ন সংস্থা মমতা’র বিশেষ সাধারণ সভা গত ২৮ জুন শনিবার নগরীর হালিশহরস্থ মমতার অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। মমতার কার্যকরী পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম জোসেফ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন, সহকারী পরিচালক উর্বশী দেওয়ান এবং অতিথি ছিলেন সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর।

কোরআন তেলওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। সভায় বিগত সাধারণ সভার প্রস্তাবনা সাধারণ সম্পাদক অধ্যাপক পূরবী দাশ গুপ্তার পক্ষে পেশ করেন মমতার সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদার। বিগত বাজেট পর্যালোচনা ও ২০২৫২৬ অর্থবছরের বাজেট মমতার কার্যকরী পরিষদের কোষাধ্যক্ষ প্রকৌশলী অরুন কুমার সাহার এর পক্ষে পেশ করেন মমতার পরিচালক (অর্থ) ইকবাল আল মাহমুদ।

সভায় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের উপস্থিতিতে ২০২৫ ২৬ অর্থ বছরের বাজেট, অডিটর নিয়োগ, মমতার কৌশলগত পরিকল্পনা ২০২৪২০৩০ এবং সঞ্চয় ও ঋণদান কর্মসূচি হতে স্বাস্থ্যসেবা, শিক্ষা, সাংষ্কৃতিক প্রশিক্ষণ, শিশু সুরক্ষা, ডেইরী ফার্ম, চট্টগ্রামের লাল গরুআরসিসি জাত সংরক্ষণ, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, প্রবীণ কর্মসূচিসহ নানাবিধ সেবা খাতে প্রয়োজনীয় ভর্তুকি প্রদানের বিষয় সর্বসম্মতভাবে গৃহীত ও অনুমোদিত হয়।

মমতার প্রধান নির্বাহী রফিক আহমদের সার্বিক তত্ত্বাবধানে সভার কার্যক্রম পরিচালিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন মমতার উপপ্রধান নির্বাহী মো. ফারুক। এছাড়াও বক্তব্য রাখেন সাবিহা নাহার বেগম, বদিউজ্জামান খান ননী, সৈয়দ মোরশেদ হোসেন, মো. সাইফুল ইসলাম, মো. হারুন ইউসুফ, প্রফেসর আলাউদ্দিন আল আজাদ, মোস্তফা কামাল যাত্রা, জেসমিন সুলতানা পারু, মনসুর মাসুদ প্রমুখ।

সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন মোহাম্মদ শাহারিয়ার। সভায় অন্যান্য’র মধ্যে শাহাজাদী বেগম, কে এম সাদুল্লা চিশতী, মো. মোশারফ হোসেন, শামসুন নাহার দিবা, লায়ন মো. জাহাঙ্গীর, মনিকা বিশ্বাস, নুসরাত জাহান রিবন, মোরশেদ আহমদ চৌধুরী, এফ এ এফ রুমি উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফরিদুল আলম বলেন, আর্থসামাজিক উন্নয়নে সরকারি খাতের পাশাপাশি বেসরকারি সংস্থা সমূহের অবদান যে অনস্বীকার্য তার সফল উদাহরণ মমতা। একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সমাজসেবক রফিক আহামদ এর নেতৃত্বে মমতা চট্টগ্রামের উন্নয়নে বিশেষত; স্বাস্থ্য সেবা ও আর্থসামাজিক উন্নয়নে যেভাবে কাজ করে চলেছে তা সত্যিকার অর্থেই প্রশংসার দাবি রাখে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজামেয়ার আলিম ২০২৪ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধসকলে ক্লাব কলেজিয়েটকে এগিয়ে নিয়ে যাবো