মমতা পরিচালিত সমৃদ্ধি কর্মসূচির আওতায়, হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের উদ্যোগে ১৯ জানুয়ারী মমতা–সমৃদ্ধি কর্মসূচি স্বাস্থ্য ইউনিট–০২ কার্যালয়ে চট্টগ্রাম লায়ন্স হাসপাতালের সমন্বয়ে বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। পল্লী কর্ম–সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় কর্মসূচির উদ্বোধন করেন ১০নং উত্তর মাদার্শা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদুল আলম। উপস্থিত ছিলেন সৈয়দ সিরাজুল ইসলাম, শেখ মোহাম্মদ ইউছুফ, মমতার সমৃদ্ধি ও প্রবীণ কর্মসূচির সহকারী পরিচালক,লায়ন্সের ক্যাম্প কো–অর্ডিনেটর, কর্মসূচি সমন্বয়কারীবৃন্দ। উক্ত চক্ষু ক্যাম্পে ৩৪৭ জন রোগীকে চক্ষুসেবা প্রদান করা হয়। তারমধ্যে ২৯ জন রোগীর চোখের ছানি সনাক্ত করা হয়। অপরদিকে মমতা প্রবীণ কর্মসূচির আওতায় একইদিনে উত্তর মাদার্শা ইউনিয়নের ৯৭ জন প্রবীণ সদস্যকে ৫০০ টাকা হারে মাসিক পরিপোষক ভাতা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি