মমতা পরিচালিত সমন্বিত কৃষি ইউনিটের আওতায় সম্প্রতি উপকারভোগীদের মাঝে কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য উপকরণ বিতরণ করা হয়েছে। আনোয়ারা উপজেলাধীন মমতার চাতুরী শাখার অন্তর্ভুক্ত এসব উপকারভোগীদের মধ্যে নিরাপদ সবজি চাষ প্রদর্শনীর জন্য ১৫ জনকে আর্থিক প্রণোদনা, প্রাণিসম্পদ খাতে পাঁঠা মোটাতাজাকরণের জন্য ২টি করে পাঁঠা ক্রয়ের জন্য ৬ জনকে, অধিক উৎপাদনশীল মাসকোভি জাতের হাঁস পালন প্রদর্শনীর জন্য ৫ জনকে আর্থিক প্রণোদনা প্রদান করা হয়। এছাড়াও মৎস্য খাতে ৫ জন সদস্যকে মাছের পোনা চাষে উদ্যোক্তা তৈরি প্রদর্শনী, ২ জন সদস্যকে আধা–নিবিড় পদ্ধতিতে শিং/মাগুর – কার্প মাছের মিশ্র চাষ প্রদর্শনী ও ১ জন সদস্যকে জলবায়ু সহনশীল ভেটকি ও তেলাপিয়া মাছ চাষ প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়। উপকরণের মধ্যে ছিলো জীবাণুনাশক, অঙিজেন ট্যাবলেট, চুন, রাসায়নিক সার, ঝাঁকি জাল, ব্লু–নেট, বিভিন্ন শাক ও সবজির বীজ, সবজির চারা, সাইনবোর্ড ও রেকর্ড বুক প্রভৃতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতার কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য ইউনিটের সহকারী পরিচালক ও ফোকাল পার্সন মুহাম্মদ এনামুল হক, চাতরী শাখা ব্যবস্থাপক ও এএলএফ ইউনিটের কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।