বেসরকারী উন্নয়ন সংস্থা মমতা পরিচালিত বাংলাদেশ রুরাল ওয়াটার, সেনিট্যাশন এন্ড হাইজিন ফর হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট (বিডি ওয়াশ) প্রকল্পের উদ্যোগে ‘বিসিসি ক্যাম্পেইন ও প্রকল্প বাস্তবায়ন কৌশল’ বিষয়ক আঞ্চলিক কর্মশালা সম্প্রতি নগরীর হালিশহরস্থ মমতা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। পিকেএসএফের সহায়তায় উক্ত প্রকল্প বাস্তবায়ন করছে মমতা।
মমতার উপ–প্রধান নির্বাহী মো. ফারুকের সভাপতিত্বে কর্মশালায় অতিথি ছিলেন পল্লী কর্ম–সহায়ক ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার মো. আব্দুল মতিন। বক্তব্য রাখেন মমতার সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদার প্রমুখ।
কর্মশালায় পরিবেশগত সুরক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ে সেশন পরিচালনা করেন ড. নেপাল চন্দ্র দে। কর্মশালায় নিরাপদ ব্যবস্থাপনায় পানি সরবরাহ, স্যানিটেশনের কারিগরী দিক, বিসিসি ক্যাম্পেইন ও প্রকল্প বাস্তবায়ন কৌশল বিষয়ে আলোকপাত করা হয়। কর্মশালায় মমতার সহকারী পরিচালক, সিনিয়র এরিয়া ম্যানেজার, এরিয়া ম্যানেজার, শাখা ব্যবস্থাপকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।