চট্টগ্রামের ফটিকছড়িতে এক কিশোরকে পিটিয়ে হত্যা ও দুজনকে আহত করা ও নির্বাচন কমিশনে এনসিপি নেতৃবৃন্দের উপর মব হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টি– এনসিপি।
গতকাল বিকেল ৪ টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে ‘চোর’ সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় কিশোর মো. রিহান মাহিনকে (১৫)। পিটিয়ে আহত করা হয় তার দুই বন্ধু মুহাম্মদ রাহাত ও মুহাম্মদ মানিককে। তারা চট্টগ্রাম নগর থেকে রাতে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে তাদের বাড়িতে ফিরছিল। বাড়ির কাছাকাছি এলে তাদের চোর সন্দেহে সেতুতে বেঁধে পেটায় কয়েকজন ব্যক্তি। এতে ঘটনাস্থলেই মারা যায় মো. রিহান মাহিন। অপরদিকে গত রবিবার নির্বাচন কমিশিনের সীমানা নির্ধারণ করার আলোচনায় শুনানিতে অংশগ্রহণ করলে বক্তব্যরত অবস্থায় এনসিপির কেন্দ্রীয় সদস্য আতাউল্লাহর উপর সন্ত্রাসী হামলা করে।
কর্মসূচিতে বক্তারা বলেন, মব সন্ত্রাস নামের যে কালচার এই দেশে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে তা সাধারণ জনগণ কখনো হতে দিবে না। বক্তারা আরও বলেন, এই মব সন্ত্রাস প্রতিষ্ঠা ছিল হাসিনার আমলে, কেউ যদি হাসিনা হতে চাই এই দেশের ছাত্র জনতা তা হতে দিবে না।
বক্তব্যে নিহত মাহিনের মা অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি করে বলেন এইভাবে অকালে যেনো কোন মায়ের বুক খালি না হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম মহানগর, জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম উত্তর–দক্ষিণ জেলা, চট্টগ্রাম মহানগর যুবশক্তি, চট্টগ্রাম শ্রমিক উইংয়ের নেতাকর্মীরা।