মন হোক শুদ্ধ সৈয়দ খালেদুল আনোয়ার | বৃহস্পতিবার , ৩০ অক্টোবর, ২০২৫ at ৭:২৬ পূর্বাহ্ণ দুধে জল মিশ দিয়ে লাভ খেলে এন্তার শেষ বিচারের দিনে শাস্তি পাবেন তার। লোভ হোক রুদ্ধ মন হোক শুদ্ধ বিধাতা মানুষ নয় মনটা দেখেন তার। ভালো যাহা নিন তা শুভ হোক চিন্তা বিধাতা যা ভালো মন্দ হিসাবটা নেন তার।