মন পবনের গাথা

দীপান্বিতা চৌধুরী | বৃহস্পতিবার , ১৪ মার্চ, ২০২৪ at ৮:৩৯ পূর্বাহ্ণ

এবার না হয় হাতটা তোমার ধরি

আরেকটি বার সুখটা ভেসে আসুক।

এবার না হয় চোখটা চোখেই রাখি

আরেকটি বার জোছনা নেমে আসুক।

এখনো অনেক জীবন গোনা বাকি

রোজ রাত্তিরে জানলায় আসে চাঁদ।

নিজের জন্য মুক্তো কুড়াই কিছু

মৃত্যু, তুই একটু দূরে থাক।

এই পৃথিবীর এইযে আলোছায়া

মনন জুড়ে ছড়িয়ে পড়তে চায়।

তাকিয়ে দেখি কতটা হাঁটলে পরে

তীব্র দহন জীবন ছুঁয়ে যায়।

এখনো অনেক অতল ছোঁয়া বাকি

বাঁচার নেশা আজও বাঁচিয়ে রাখে।

আসলে আমার এটাই তো সম্বল

আরো কিছুদিন দেখবো সূর্যটাকে।

এবার না হয় তুমিও কিছু বলো

চিরকালীন ভালোবাসার গান।

আরেকটি বার ঢেউরা বুকে আসুক

আরেকটি বার ভাসাই সাম্পান।

পূর্ববর্তী নিবন্ধকত জীবন
পরবর্তী নিবন্ধমা গর্ভে মানবশিশু