মন্ত্রিপরিষদের প্রথম সদস্য হিসেবে টিকা নিলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ২৮ জানুয়ারি, ২০২১ at ১১:৪১ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) টিকাদান কেন্দ্রে করোনা টিকা নিলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী (আইসিটি) জুনাইদ আহমেদ পলক। মন্ত্রিপরিষদের প্রথম সদস্য হিসেবে টিকা নেন তিনি।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ১০টা ৪২ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে কোভিড-১৯ টিকাদান কেন্দ্রে এ টিকা নেন তিনি। এর আগে তিনি টিকা নিবন্ধন সম্পন্ন করেন। নিবন্ধন করার পর নির্ধারিত বুথে গিয়ে টিকা নেন প্রতিমন্ত্রী। পরে পর্যবেক্ষণের জন্য নির্ধারিত জায়গায় রেস্ট নেন।-বাংলানিউজ

এসময় স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধভোটকেন্দ্র পরিদর্শনে ইঞ্জিনিয়ার মোশাররফ
পরবর্তী নিবন্ধনগরীকে পরিচ্ছন্ন রাখা ও মশার উপদ্রব কমানোকে অগ্রাধিকার দেবেন রেজাউল