সৃষ্টির পরে হৃদয় জাগরণে
তোমার অনন্য মননশীল লেখনী,
বারে বারে যতবার পড়ি
ফুরোয় না ভাবাবেগ সৃজনী।
কী অপরিসীম শব্দাবেগে তুমি
লিখে গেছো অমূল্য কথন
জীবনের যতটা পদচিহ্ন ফেলি
অভিজ্ঞতায় তোমার ধ্বনির আলাপন।
এক জীবনে ঘটে যায় যত
পাওয়া না পাওয়া দুঃখ–বেদনা,
মিলে যায় তোমার চরণ পঙক্তিতে
কী অপরিসীম শব্দের মূর্ছনা।
মানব স্রষ্টা নও তুমি জানি
তবু জেগে আছো হৃদয় জাগরণে,
এই বিষণ্ন ও বিপন্ন ধরা আজো
সাজে তোমারি সুর চির ধ্যানে।