মনে পড়ে

গোফরান উদ্দীন টিটু | শনিবার , ১৭ মে, ২০২৫ at ৫:৫০ পূর্বাহ্ণ

তুমি হাসলে হাসে আকাশ

হাসে আমার মন

নারী তুমি রাণী আমার

গভীর সঙ্গোপন।

কান্না তোমার বৃষ্টি হয়ে

এই হৃদয়ে ঝরে

প্রিয় নারী আজও তোমায়

ভীষণ মনে পড়ে।

পূর্ববর্তী নিবন্ধযুদ্ধ নয় শান্তি চাই
পরবর্তী নিবন্ধভালোবাসা; সৌহার্দ্য সমপ্রীতির বন্ধন