ভালো মানুষেরা কখনো কারো সাথে বেঈমানি করে না, হয়তো অভিমান করে সবার কাছ থেকে লুকিয়ে থাকে। অভিমান তারাই করে যাদের মন আছে। মন আছে বলেই অভিমান নামক শব্দের উৎপত্তি। বেইমান, স্বার্থপর ও অভিমান এই তিনটে জিনিসকে মানুষ প্রায়ই এক ভেবে বসে। এই এক ভেবে বসার কারণে মানুষের মধ্যে দূরত্বের সৃষ্টি হয়। সেই দূরত্ব মনের ভেতরে দীর্ঘদিন চেপে থাকার কারণে একটা সময় সম্পর্কটাও বিচ্ছিন্ন হয়ে যায়।