মনির আহমদ ফাউন্ডেশনের কোরআন শরীফ বিতরণ

| শনিবার , ২০ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:১৫ পূর্বাহ্ণ

মনির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে গত বৃহস্পতিবার ছোট ছোট হাফেজ শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরান শরীফ বিতরণ করা হয়েছে। আল আমিন ভবন, গ্রীণভিউ ১ পাঁচলাইশ, চট্টগ্রামস্থ আল আকসা ইন্টার ন্যাশনাল মাদ্রাসা মিলনায়তনে মোহাম্মদ রাশেদুল ইসলামের সঞ্চালনায় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এ কিউ এম মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন এস এম আজিজ। প্রধান আলোচক ছিলেন মোহাম্মদ কামরুল ইসলাম।

এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জিল্লুর রহমান শাকিল, শহীদুর রহমান খোকন ও মোহাম্মদ শহীদুল ইসলাম। কোরান শরীফ বিতরণ অনুষ্ঠানে মাদ্রাসার সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, কুরআনের শিক্ষা হলো ইসলাম ধর্মের মূল ভিত্তি, যা মানবজাতিকে অন্ধকার থেকে আলোর পথে পরিচালিত করে। কোরান শিক্ষা এটি মুসলমানদের জন্য একটি অবশ্য পালনীয় বিষয়, কারণ এটি জীবনের সকল সমস্যার নীতিমালা প্রদান করে এবং দুনিয়া ও আখেরাতে কল্যাণের পথ দেখায়।

প্রধান আলোচক বলেন, কুরআন আল্লাহর বাণী, যা মানুষের জীবন পরিচালনার জন্য মৌলিক নির্দেশনা হিসেবে কাজ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অফ চিটাগাং মেট্রোপলিটনের সভা
পরবর্তী নিবন্ধবিবেকানন্দ শিক্ষা সংস্কৃতি পরিষদের চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন