মধ্যরাতে পাহাড় ধসে বন্ধ মারিশ্যা-বাঘাইহাট সড়ক

৭ ঘণ্টা পর বাঘাইছড়ির সঙ্গে যান চলাচল শুরু

রাঙামাটি প্রতিনিধি | শনিবার , ৪ মে, ২০২৪ at ১০:১৯ পূর্বাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যাবাঘাইহাট সড়কে পাহাড় ধসের সাত ঘণ্টা পর গতকাল শুক্রবার দুপুর ১টার পর সারাদেশের সঙ্গে বাঘাইছড়ির যানবাহন চলাচল সচল হয়েছে। বৃহস্পতিবার (২ মে) মধ্যরাতে মারিশ্যাবাঘাইহাট সড়কের দুইটিলা এলাকায় সড়কের ওপর পাহাড় ধসে পড়ে। যে কারণে শুক্রবার ভোর ছয়টা থেকে মারিশ্যাবাঘাইহাট সড়কে সাত ঘণ্টা যানবাহন চলাচল করতে পারেনি। রাতে পাহাড় ধসের ঘটনা ঘটলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর সহযোগিতায় সড়কের মাটি সরিয়ে ফেলার পর দুপুরের পর থেকে গাড়ি চলাচল শুরু হয়েছে। বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীণ আক্তার বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে মারিশ্যাবাঘাইহাট সড়কে পাহাড় ধসে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। শুক্রবার দুপুরে প্রশাসন ও সেনাবাহিনীর সহযোগিতায় সড়কের মাটি সরিয়ে ফেলা হয়। এখন সড়কে যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়ি ঢলে সরে গেছে ব্রিজের খুঁটি
পরবর্তী নিবন্ধচকরিয়ায় বোরো ধানের বাম্পার ফলন