কঠোর লকডাউনের কারণে ঘরবন্দি মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে যুবলীগ। গত ৯ জুলাই ত্রাণের নির্ধারিত প্যাকেটগুলো সুবিধাভোগীদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। যুবলীগ নেতা পরিচালক ইঞ্জিনিয়ার মাশুকুর রহমান চৌধুরীর নিজস্ব ব্যবস্থাপনায় এসব ত্রাণ বিতরণ করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন মোহাম্মদ মাসুম, বিল্পব দাশ, জীবন চেীধুরী, মো. রিয়াদ রাজীব প্রমুখ। এ সময়ে ইঞ্জিনিয়ার মাশুকুর রহমান চৌধুরী বলেন, আমার নিজস্ব প্রচেষ্টায় চট্টগ্রাম মহানগরে প্রতিদিন শ্রমজীবী দরিদ্র ও অসহায় ৫০ জন পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও মাস্ক, স্যানিটাইজার ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। প্রেস বিজ্ঞপ্তি।












