মদ তৈরির দায়ে নারীর কারাদণ্ড

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৯ নভেম্বর, ২০২০ at ১০:৫৪ পূর্বাহ্ণ

রাউজান পৌরসভার ৩নং ওয়ার্ডের একটি ভাড়া বাসায় মদ তৈরির কারখানার সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল বুধবার সন্ধ্যায় ওই বাসায় অভিযান চালানো হয়। অভিযানে মদ তৈরির উপকরণসহ নি মে উ মার্মা (৪০) নামে এক পাহাড়ি নারীকে আটক করা হয়েছে। আটকের পর তাকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রাউজান ইউএনও জোনায়েদ কবির সোহাগ এ দণ্ডাদেশ দেন। আটক নি মে উ মার্মা বান্দরবানের থানছি এলাকার চো শা চাকমার মেয়ে এবং রাঙ্গুনিয়ার পদুয়া এলাকার নিপ্রু মারমার স্ত্রী।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম ক সার্কেলের উপ-পরিদর্শক শফিয়া রহমান বলেন, ওই বাসায় অভিযান চালিয়ে ৬ লিটার মদ জব্দ করা হয়েছে। এছাড়াও ৪ বালতি মদ তৈরির উপকরণ ধ্বংস করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে মুনিরীয়াপন্থীদের অবস্থান প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
পরবর্তী নিবন্ধচন্দনাইশ এসিল্যান্ড নিবেদিতা চাকমা করোনা আক্রান্ত