‘সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে, সীতাকুণ্ড আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় উপহার দিতে পারি।’ গতকাল সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম–৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম আল মামুনের সমর্থনে সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় বক্তারা এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার আজিজুল হক। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান। উপস্থিত ছিলেন নৌকার প্রার্থী এস এম আল মামুন।
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে জয়যুক্ত করা আহ্বান জানিয়ে সভায় বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এড. ফখরুদ্দিন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আলা উদ্দিন সাবেরী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মেজবাহ উল আলম লাভলু, নুরুল আলম চৌধুরী, মো. ইদ্রিস, গোলাম রব্বানী, মহিউদ্দিন আহমেদ মঞ্জু, সুলতান চেয়ারম্যান, আলতাফ হোসেন, কাউন্সিলর মো. জহুরুল আলম জসিম, প্রফেসর ড. নিছার উদ্দীন আহমেদ মঞ্জু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আ ম ম দিলসাদ, মো. রেজাউল করিম বাহার, এইচ. এম. তাজুল ইসলাম নিজামী, ছাদাকাত উল্লাহ মিয়াজী, মো. মোরশেদ হোসেন চৌধুরী, মনির আহমেদ, মো. নাজিম উদ্দীন, সালাউদ্দীন আজিজ, শিহাব উদ্দিন, মো. বদিউল আলম জসিম, শাহাবুদ্দীন, দুলাল চন্দ্র দে, ইউসুফ আলী লিটন প্রমুখ।












