মডেল মেঘনার জামিন নাকচ

| শুক্রবার , ২৫ এপ্রিল, ২০২৫ at ৫:০৮ পূর্বাহ্ণ

রূপবতীদের দিয়ে বিদেশি রাষ্ট্রদূতদের প্রেমের ফাঁদে ফেলার ধানমন্ডি থানার মামলায় মডেল মেঘনা আলমের জামিন আবেদন নাকচ করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম মাসুমা রহমান। এদিন মেঘনার পক্ষে তার আইনজীবী মহসিন রেজা, মহিমা বাঁধন ও সাদমান সাকিব জামিন শুনানি করেন। খবর বিডিনিউজের।

শুনানিতে তারা বলেন, মেঘনা আলমের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই।

হেয় প্রতিপন্ন করার জন্য তার বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে। আদালতে ধানমন্ডি থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আবুল বাশার জানান, জামিন আবেদনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করেন।

পূর্ববর্তী নিবন্ধঢাকায় সমাবেশের অনুমতি না দেওয়ায় চট্টগ্রামে সুন্নী জনতার বিক্ষোভ
পরবর্তী নিবন্ধপদুয়ার সাবেক ইউপি চেয়ারম্যান জহির নগরে আটক