মডার্ন স্টিল মিলস কোম্পানির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

ব্যাংক থেকে ঋণের নামে ৮৩৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ । তিন সদস্যের কমিটি গঠন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৩ মার্চ, ২০২৫ at ৫:৫৭ পূর্বাহ্ণ

সোনালী ব্যাংকের বিভিন্ন শাখা থেকে ঋণের নামে ৮৩৭ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে, এমন অভিযোগে চট্টগ্রামের মডার্ন স্টিল মিলস কোম্পানির বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। এরই ধারাবাহিকতায় আত্মসাৎ ঘটনা খতিয়ে দেখতে গতকাল দুদকের উপপরিচালক নাজমুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

সূত্র জানায়, শিল্পে বিনিয়োগের নামে ব্যাংক ঋণ তুলে নিয়ে সেই টাকা দিয়ে ভিন্ন ঋণ সমন্বয় এবং অর্থের একাংশ সহযোগী প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়েছে। এভাবে কেন্দ্রীয় ব্যাংকের বিধিবিধান ভেঙে চট্টগ্রামের মডার্ন স্টিল মিলস কোম্পানি সাড়ে চারশ কোটি টাকা বের করে নেয় সোনালী ব্যাংক থেকে।

পৃথক ঘটনায় গুদামে পাটের মজুত ৯০ শতাংশ ঘাটতির পরও মোটা অঙ্কের ঋণ তুলে দেয়া হয়েছে গ্রাহকের হাতে। শেষ পর্যন্ত ফেরত না দেয়া ঋণের পৌনে দুইশ কোটি টাকা আটকে যায়। নানা অপকৌশলে ব্যাংকটির বিভিন্ন শাখা থেকে ঋণের নামে মোট ৮৩৭ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে সরকারের নিরীক্ষা কার্যালয়ের রিপোর্টে উঠে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধ‘আমি ইউনিয়ন ছাত্রদলের প্রেসিডেন্ট’ বলা সেই নেতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচমেক হাসপাতালের বহির্বিভাগ বন্ধ থাকায় রোগীদের চরম দুর্ভোগ