মঞ্চে পড়ে গেলেন জামায়াতের আমির, বসেই দিলেন বক্তৃতা

| রবিবার , ২০ জুলাই, ২০২৫ at ৬:২২ পূর্বাহ্ণ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। গতকাল শনিবার বিকাল ৫টা ২২ মিনিটে প্রথম দফায় পড়ে যান তিনি। পরে পাশে থাকা নেতাকর্মীরা তাকে ঘিরে ফেলেন। এর মিনিটখানেক বাদে জামায়াত আমির উঠে দাঁড়ান এবং আবার বক্তব্য দেওয়া শুরু করেন। কিন্তু আবারও পড়ে যান তিনি। খবর বিডিনিউজের।

পরে নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, গরমের জন্য আমিরে জামায়াত সামান্য অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসকরা বলেছেন, তার আর বক্তব্য দেওয়া ঠিক হবে না। তবে কিছুক্ষণ পর না দাঁড়িয়ে মঞ্চে ডায়াসের পাশে পা মেলে বসে বক্তব্য দেন তিনি। এ সময় তার পাশে চিকিৎসকদেরও দেখা গেছে। বসে বসেই প্রায় ১০ মিনিট বক্তব্য দেন জামায়াতের আমির। তাঁর বক্তব্যের মধ্য দিয়েই শেষ হয় দলটির জাতীয় সমাবেশ।

সমাবেশে ওই অবস্থায় বক্তব্য শেষ করার পর শফিকুর রহমানকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যা পৌনে ৬টার দিকে আমিরের ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম বলেন, উনাকে ধানমন্ডির একটা হাসপাতালে নেওয়া হয়েছে। তার পরীক্ষানিরীক্ষা চলছে, তিনি সুস্থ আছেন।

এদিকে জামায়াত আমিরের খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ডা. শফিকুর রহমান চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। বাসায় ফিরে নিজের শারীরিক সবশেষ অবস্থার কথা জানিয়েছেন তিনি। গতকাল রাত ১১টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ। এখন আমি অনেকটাই সুস্থ। হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষার পর বিশ্রামের জন্য বাসায় এসেছি।

পূর্ববর্তী নিবন্ধআজ বিকেলে নগরে এনসিপির পদযাত্রা ও সমাবেশ
পরবর্তী নিবন্ধপুরনো ব্যবস্থাপত্রে বাংলাদেশ আর চলবে না : জামায়াতের আমির