আহরণ পরিবেশ উন্নয়ন স্বউদ্যোগ কার্যক্রমের আওতায় সীতাকুণ্ড উপজেলার মছজিদ্দা (২) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত ১১ সেপ্টেম্বর গল্প আহরণ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রধান শিক্ষক ফখরুল ইসলামের পৃষ্ঠপোষকতায় এতে সঞ্চালক ছিলেন আহরণের নির্বাহী উদ্যোক্তা চৌধুরী আহসানুল করিম।
শিক্ষার্থীরা শাপলা ও গোলাপ দলে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। বিকাশ শিশুদের গল্পের ঝুলি (বেগুনি বই) থেকে ‘জাপানের এক সম্রাট এবং একজন বৃদ্ধলোক’ গল্পটি প্রতিযোগিতার জন্য নির্বাচন করা হয়। গোলাপ দলের সৈয়দ আইরিন আলিফা, তাউসিফা আক্তার, হালিমা ইকবাল ইকরা, শাপলা দলের অনিন্দিতা বিশ্বাস, অর্ণব দত্ত ও মোহাম্মদ ইসমাম প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ৮১ জন শিক্ষার্থী প্রতিযোগিতা উপভোগ করে। এতে বিজয়ী হয় শাপলা দল। প্রেস বিজ্ঞপ্তি।