শিক্ষার মান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে চলেছেন। অকাঠামোগত ভাবে অনেক উন্নয়ন হয়েছে। শুধু তাই উপজেলায় প্রতিটি বিদ্যালয়ে অবকাঠামোগত ভাবে ব্যাপক উন্নয়ন হয়েছে। একই ভাবে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষায় ভাল ফলাফলও করেছে এবং ক্রীড়াতেও অনেক সুনাম অর্জন করেছে।
গতকাল দুপুরে কুমিরা মছজিদ্দা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বিদ্যালয় পরিচালনা পর্ষদ এর সভাপতি ও কুমিরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ হোসেন চৌধুরী এসব কথা বলেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আদিনাথ চক্রবর্তীর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষিকা বেগম সাদেকুন্নাহার উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন সওদাগর, ইউপি সদস্য হারুনুর রশিদ, খোরশেদ আলম চৌধুরী, নুরুল আলম, জয়নাল আবেদীন ও ঝর্ণা শীল। পও কে্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পরে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রূপম চৌধুরী উপস্থাপনায় মনোজ্ঞ সংগীত পরিবেশিত হয়।