মঙ্গলে পিরামিডের মতো দরজার খোঁজ !

| রবিবার , ১৫ মে, ২০২২ at ৫:৩১ পূর্বাহ্ণ

হুবহু মিশরের র‌্যামসেস পিরামিডের মতো ‘দরজা’র খোঁজ মিলেছে মঙ্গলে? সম্প্রতি নাসার কিউরিওসিটি রোভারে যে ছবি ধরা পড়েছে সেখানে দেখা গিয়েছে মঙ্গলের একটি পাহাড়ের গা কেটে যেন দরজার মতো বানানো হয়েছে। এই ছবি সামনে আসার পর থেকে কন্সপিরেসি থিওরিস্টরা বলছেন, এই ছবিই প্রমাণ করছে যে এক সময় লালগ্রহে ভিনগ্রহীদের উন্নত সভ্যতা ছিল। ভিনগ্রহী শিকারি স্কট সি ওয়ারিং-ও একই দাবি করেছেন।
ইউএফও সাইটিংস ডেইলি-তে ওয়ারিং দাবি করেছেন, মঙ্গলে যে ভিনগ্রহীরা ছিল, এই স্থাপত্যই তার নিদর্শন। পাহাড়ের গায়ে দরজার মতো যে প্রবেশ পথ দেখা যাচ্ছে তা অনেকটা মিশরের র‌্যামসেস পিরামিডের পবেশপথের মতো। ওয়ারিংয়ের আরও দাবি, তবে এই দরজার মাপ অনেকটাই ছোট। এর থেকে বোঝা যায় মঙ্গলে বসবাসকীরাদের উচ্চতা কেমন ছিল। তিনি বলেন, মঙ্গলে দরজার মতো যে ছবি ধরা পড়েছে তা পুরাতত্ত্ববিদ এবং মহাকাশ বিজ্ঞানীরা খুব একটা গ্রাহ্য করছেন না।
তাঁর দাবি, রোভারের পাঠানো ছবিতে তিনিই প্রথম এই দরজার মতো প্রবেশদ্বার চিহ্নিত করেছেন। সেই ছবি ভাইরাল হতে ওয়ারিংয়ের অনুরাগীদের মধ্যে বিশ্বাস জন্মেছে যে মঙ্গলে যে এক সময় অত্যাধুনিক সভ্যতা ছিল।
-আনন্দবাজার

পূর্ববর্তী নিবন্ধবিপ্লব যুগের অবসান, আবার এক মানিকের হাতে ত্রিপুরা
পরবর্তী নিবন্ধউত্তর কোরিয়ায় আরও ২১ মৃত্যু, ‘মহা গোলযোগ’, বললেন কিম