মঙ্গলবার নেপাল যাচ্ছে বাংলাদেশ দল

সাউথ এশিয়ান সেপাক টাকরো চ্যাম্পিয়নশিপ

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ২৮ জানুয়ারি, ২০২৪ at ১০:৫২ পূর্বাহ্ণ

নেপাল সেপাক টাকরো এসোসিয়েশনের ব্যবস্থাপনায় ৫ম সাউথ এশিয়ান সেপাক টাকরো চ্যাম্পিয়নশিপ আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত নেপালের রাজধানী কাঠমুন্ডুতে অনুষ্ঠিত হবে। তিনদিনব্যাপী এই প্রতিযোগিতায় বাংলাদেশ পুরুষ ও মহিলা সেপাক টাকরো জাতীয় দল অংশ নেবে। ২৩ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয় দল আগামী ৩০ জানুয়ারি সকালে ঢাকা থেকে নেপালের উদ্দেশে রওনা দিবে। নেপাল যাওয়ার আগে বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশনের উদ্যোগে এক সংবাদ সম্মেলন গতকাল শনিবার বিকেলে নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মো. লুৎফুল করিম সোহেল। তিনি জানান, বাংলাদেশ জাতীয় দলের পুরুষ খেলোয়াড়দের মধ্যে সাতক্ষীরা জেলার ৪ জন, খুলনা জেলার ৩ জন, চট্টগ্রাম জেলার ২ জন, রাজশাহী জেলার ১ জন, রাজবাড়ী জেলার ১ জন, সুনামগঞ্জ জেলার ১ জন এবং মহিলা খেলোয়াড়দের মধ্যে রাঙ্গামাটি জেলার ২ জন, নীলফামারী জেলার ২ জন, খুলনা জেলার ১ জন, রাজশাহী জেলার ১ জন রয়েছেন। এছাড়া কর্মকর্তা, ২ জন ম্যানেজার, ২ জন কোচ, ১ জন অফিসিয়ালসহ সর্বমোট ২৩ জন নেপাল যাচ্ছেন। মোট ৫টি দেশ এই চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে। দেশগুলো হচ্ছে : বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলংকা ও পাকিস্তান। বাংলাদেশ দলের ইভেন্টসমূহ হচ্ছে : পুরুষ দল রেগু ইভেন্ট, কোয়াড ইভেন্ট ও টিম ইভেন্ট এবং মহিলা দল রেগু ইভেন্ট ও কোয়াড ইভেন্ট। অংশগ্রহণকারী বাংলাদেশ সেপাক টাকরো জাতীয় দলের ট্র্যাকশুট, জার্সি,গেঞ্জী,কেডস স্পন্সর প্রতিষ্ঠান এন এইচ টি হোল্ডিংস লি. এর ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশনের সহসভাপতি সৈয়দ মো. তানসির প্রদান করছেন। বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশন সাতক্ষীরায় খেলোয়াড়দের একমাস প্রশিক্ষণ, জ্যাকেট,টুপি,মোজা, যাতায়াত এর খরচ প্রদান করছে। নেপাল সেপাক টাকরো এসোসিয়েশন খেলোয়াড়, কর্মকর্তাদের আবাসন আপ্যায়ন ও স্থানীয় যাতায়াতের ব্যবস্থা করবে। ২০২৩ সালে ঢাকায় অনুষ্ঠিত সাউথ এশিয়ান সেপাক টাকরো চ্যাম্পিয়নশিপে পুরুষ দল রানার্স আপ ও মহিলা দল ৩য় স্থান অর্জন করে। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশনের সহসভাপতি এবং পুরুষ দলের ম্যানেজার সৈয়দ মো. তানসির। তিনি জানান এবার আমরা শীর্ষস্থানের লক্ষ্যেই নেপাল যাচ্ছি। আশা করি অন্যান্য দেশকে হারিয়ে বাংলাদেশ ট্রফি নিয়েই ঘরে ফিরে আসবে। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশনের সদস্য এবং মহিলা দলের ম্যানেজার মো. সরওয়ার আলম চৌধুরী মনি এবং জেলা ক্রীড়া অফিসার ও এসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য হারুন অর রশিদ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রবীন কুমার ঘোষ,সিডিএফএ সেক্রেটারি ইয়াছির আরাফাত পাবলু,মাসুদুল ইসলাম, নিজামউদ্দিন আহমেদ এবং আল হাসান মঞ্জু।

পূর্ববর্তী নিবন্ধপোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পরবর্তী নিবন্ধএবার পাকিস্তানকে হারালো বাংলাদেশ