আধ্যাত্মিক সাধক ও সুফি মাহবুবে ইয়াজদানী গাউসুল আলম আউহাদুদ্দীন মীর সৈয়দ আশরাফ জাহাঙ্গীর সিমনানী (রহ.)-এর ৬৩৯তম বার্ষিক ওরশে আশরাফী অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম নগরীর হালিশহস্থ মাদ্রাসা আশরাফীয়া হানাফিয়া ওসমানীয়া সুন্নিয়া প্রাঙ্গণে অনুষ্ঠিত এই মাহফিলের আয়োজন করে আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্ট বাংলাদেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের চেয়ারম্যান ও পিএইচপি ফ্যামিলির পরিচালক (অর্থ) মুহাম্মদ আলী হোসেন সোহাগ আশরাফী। ওরশ উপলক্ষে বাদে আসর থেকে শুরু হয় বিভিন্ন আধ্যাত্মিক কর্মসূচি। কর্মসূচির মধ্যে ছিল খতমে কুরআন, খতমে গাউছিয়া, খতমে খাজেগান, ফাতেহা পাঠ, ওয়াজ মাহফিল, দস্তারবন্দি অনুষ্ঠান ও তাবাররুক বিতরণ। মাহফিলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত বরেণ্য ওলামা–মশায়েখগণ উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ নসিহত ও দিকনির্দেশনামূলক বয়ান প্রদান করেন। এতে ১৮ জন নতুন হাফেজ কুরআনকে পাপড়ি পরিধান করানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ আলী হোসেন সোহাগ আশরাফী বলেন, আমাদের হাফেজে কুরআন ছাত্রদের মেহনত দেখেছি, তারা সকালে শুরু করে রাতে সফলতার সঙ্গে দস্তারবন্দি অর্জন করেছে। আমরা তাদের মোবারকবাদ জানাচ্ছি। আমরা চাই, তোমরা মাদরাসা শেষে উচ্চশিক্ষা গ্রহণ করো। আশুলিয়ায় আমাদের মাদরাসা আছে, এরপর তোমরা চাইলে ইউআইটিএস–এ (ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স) পড়তে পারো। দুনিয়াবী ও আখেরাতি দুই শিক্ষায় শিক্ষিত হয়ে তোমরা যেন সুন্নিয়তের জগতে উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠো। আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের চট্টগ্রাম জেলা সভাপতি আল্লামা কাযী মুঈন উদ্দীন আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন– সাবেক কাউন্সিলর আবুল হাসেম, মোহাম্মদ রফিক আশরাফী, মাওলানা জামিউল আখতার আশরাফী, মনিরুল ইসলাম আশরাফী, মাওলানা শফিউল হক আশরাফী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।