মইজ্জ্যার টেকে তিনটি পাসপোর্টসহ একজন গ্রেপ্তার

রোহিঙ্গাদের জন্য বানানো সন্দেহ পুলিশের

| বুধবার , ৮ সেপ্টেম্বর, ২০২১ at ১২:৩৩ অপরাহ্ণ

এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে পাওয়া তিনটি পাসপোর্ট ভুয়া তথ্যে ‘রোহিঙ্গাদের জন্য তৈরি’ করা হয়েছে বলে পুলিশের সন্দেহ। গতকাল মঙ্গলবার কর্ণফুলী থানার মইজ্জ্যার টেক এলাকা থেকে মোহাম্মদ হোসাইন (৩৫) নামে এ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের এই বাসিন্দা ২০১৭ সালে ইস্যু হওয়া পাসপোর্টগুলো নিয়ে কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার চেষ্টা করেছিলেন বলে পুলিশ জানায়। খবর বিডিনিউজের।
কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বলেন, ‘জব্দ করা পাসপোর্টগুলোতে উল্লেখ করা ঠিকানায় আমরা খোঁজ নিয়ে ওই নামে কাউকে পাইনি। ভুয়া ঠিকানা ব্যবহার করে সেগুলো তৈরি করা। আমরা সন্দেহ করছি ভুয়া তথ্য ব্যবহার করে রোহিঙ্গাদের জন্য পাসপোর্টগুলো তৈরি করা হয়ে থাকতে পারে।’

পূর্ববর্তী নিবন্ধচুনতিতে লেগুনার সাথে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪
পরবর্তী নিবন্ধস্বাস্থ্যবিধি মেনে দুর্গোৎসব আয়োজনের আহ্বান