মইজ্জ্যারটেক আবাসিকে মেছোবাঘ আটক

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ২৬ জানুয়ারি, ২০২৪ at ৮:৫৭ পূর্বাহ্ণ

কর্ণফুলীর মইজ্জ্যারটেক আবাসিক থেকে ১টি মেছোবাঘ আটক করেছে স্থানীয়রা। গতকাল বৃহস্পতিবার উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের মইজ্জ্যারটেক আবাসিকের ঝোঁপঝাড় থেকে খাবারের সন্ধানে মেছোবাঘের ছানাটি বের হলে স্থানীয়রা দেখে এটি আটক করে। পরে বনবিভাগকে খবর দেয়া হয়। স্থানীয় যুবক ইমরান জানান, বিকেল তিনটার দিকে মইজ্জ্যার টেক আবাসিক এলাকায় একটি মেছোবাঘ বের হলে স্থানীয়রা দেখতে পায়। পরে সেটি আটক করে বনবিভাগে খবর দিলে বনবিভাগের লোকজন মেছোবাঘটি নিয়ে যায়।

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের ভিলেজার মোহাম্মদ মহিউদ্দিন জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে মেছোবাঘের ছানাটি উদ্ধার করা হয়েছে। আটককৃত মেছোবাঘটির উচ্চতা এক ফুট ৩০ ইঞ্চি লম্বা হবে। বর্তমানে এটি পটিয়াস্থ দক্ষিণ বনবিভাগের হেফাজতে রয়েছে। আজ শুক্রবার এটি সংরক্ষিত বনাঞ্চলে ছেড়ে দেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধইপিজেড পতেঙ্গায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসকল ধর্মের মর্মবাণী হচ্ছে মানব কল্যাণ সাধন করা