মংডুতে জান্তা সরকারের কুখ্যাত জেনারেল আটক

| শুক্রবার , ১৩ ডিসেম্বর, ২০২৪ at ৯:৫০ পূর্বাহ্ণ

মিয়ানমারে যুদ্ধরত আরাকান আর্মি (এএ) বলেছে, গত রোববার রাখাইন রাজ্যের মংডু শহরে জান্তা বাহিনীর শেষ ঘাঁটি দখলের সময় তারা কয়েকশ জান্তা সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে জান্তা সরকারের কুখ্যাত এক শীর্ষ ব্রিগেডিয়ার জেনারেলও রয়েছেন। খবর বাংলানিউজের।

বুধবার আরাকান আর্মি এমন ঘোষণা দেয়। জাতিগত সশস্ত্র গোষ্ঠীটি জানায়, তারা মংডু শহরের বাইরে জান্তা বাহিনীর শেষ ইউনিট ৫ নম্বর সীমান্তরক্ষী পুলিশ ব্যাটালিয়নের ঘাঁটিতে গত ১৪ অক্টোবর হামলা চালানো শুরু করে। মিয়ানমারের গণমাধ্যম ইরাবতি এমনটি জানায়। কঠোরভাবে সুরক্ষিত ওই ঘাঁটিতে সাতশর বেশি জান্তা পুলিশ কর্মকর্তা ও সেনা সদস্য মোতায়েন ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধআবারও টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব ডোনাল্ড ট্রাম্প
পরবর্তী নিবন্ধজাতিসংঘ সাধারণ পরিষদে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির পক্ষে প্রস্তাব পাস