আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ক্বাযী মুঈন উদ্দিন আশরাফী বলেছেন, মুসলিম বিশ্বের সমসাময়িক এবং পরবর্তী বিদ্বান ব্যক্তিরা অসাধারণ প্রতিভা ও অবদানকে স্বীকৃতি জানিয়ে আ’লা হযরত উপাধিতে সমধিক পরিচিত ইমাম আহমদ রেযা খান বেরলভীকে (রহ.) জ্ঞানের বিশ্বকোষ বলে মন্তব্য করেছেন। আ’লা হযরত ছিলেন ইসলামের অবিকৃত রূপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাত তথা সুন্নি দর্শনের পক্ষে এবং ইসলামের মূলধারা বিচ্যুত ভ্রান্ত মতবাদীদের বিরুদ্ধে এক অপ্রতিরোধ্য মুজাহিদ।
গত শুক্রবার বাদ জুমা ফটিকছড়ি উপজেলার আজাদী বাজারে একটি কমিউনিটি সেন্টারে আহলে সুন্নাত ওয়াল জামা’আত ফটিকছড়ি দক্ষিণ উপজেলা আয়োজিত আ’লা হয়রত কনফারেন্সে সংবর্ধিত অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত সমন্বয়ক কমিটি ফটিকছড়ি দক্ষিণ উপজেলার প্রধান সমন্বয়ক আবু আহমদ সওদাগর। এতে সংবর্ধিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আতের নব নির্বাচিত মহাসচিব আল্লামা সৈয়্যদ মছিহুদ্দৌল্লা। প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আতের মুখপাত্র অ্যাড. মোসাহেব উদ্দিন বখতিয়ার।
সংগঠনের ফটিকছড়ি দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহিউদ্দিন আলকাদেরী ও মুহাম্মদ শাহ জালালের যৌথ সঞ্চালনায় কনফারেন্সে প্রধান বক্তা ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক আল্লামা মুফতি জসিম উদ্দিন আলকাদেরী। প্রেস বিজ্ঞপ্তি।