‘ভ্যাট নিয়ে ব্যবসায়ীদের আতঙ্ক দূর করতেই মেলার আয়োজন’

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১২ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মো. আকবর হোসেন বলেছেন, ভ্যাটের আওতা বাড়ানো এবং হয়রানিমুক্ত করসেবা প্রদান করাই আমার একমাত্র লক্ষ্য। ভ্যাট দেয়া নিয়ে ব্যবসায়ীদের মধ্যে এক ধরণের আতঙ্ক রয়েছে। এছাড়া আমাদের কর কর্মকর্তাদের বিরুদ্ধে হয়রানি এবং ঘুষ দুর্নীতির অভিযোগও করেন তারা। সেই জায়গা থেকে বেরিয়ে আসার লক্ষ্যে আমরা এখন ভ্যাট মেলার আয়োজন করছি। ইতোমধ্যে দ্বিতীয়বারের মতো ভ্যাট মেলা শেষ করেছি। অনেকে নতুন ভ্যাট নিবন্ধন নিয়েছেন। এছাড়া স্বতস্ফূর্তভাবে ভ্যাট রিটার্নও দাখিল করছেন। আমরা ভ্যাট কর্মকর্তাদের সাথে করদাতাদের দূরত্ব ঘুচাতে চাই। চট্টগ্রামে দুইদিনব্যাপী দ্বিতীয় দফার ভ্যাট মেলা আয়োজন নিয়ে গতকাল দৈনিক আজাদীর সাথে একান্ত সাক্ষাতকারে মো. আকবর হোসেন এ কথা বলেন।
তিনি বলেন, মেলা করার অন্যতম উদ্দেশ্যে হচ্ছে- মেলার মাধ্যমে যাতে নির্বিঘ্নে করদাতা রিটার্ন দাখিল করতে পারেন। এছাড়া আমরা বিভিন্ন মার্কেটে মার্কেটে ভ্যাট বুথ স্থাপন করে ব্যবসায়ীদের সচেতন করছি। বলা যায়, আমরা ব্যবসায়ীদের দোরগোড়ায় গিয়ে করসেবা দিচ্ছি। ব্যবসায়ীদের পাশাপাশি ক্রেতাদেরও সচেতন হতে হবে। তারা যেন পণ্য কেনার পর ভ্যাট চালানটি বুঝে নেন। আমরা চাইলে রাতারাতি কোনো কিছু পরিবর্তন করতে পারবো না। আমরা চাই, ব্যবসায়ীরা ভ্যাট পরিশোধ করে ব্যবসা করুক। তারাও যেন ক্ষতিগ্রস্ত না হন। ভ্যাট আহরণে গতি বাড়াতে আপনারা জানেন, দেশব্যাপী বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) বসানো হচ্ছে। চট্টগ্রামে প্রথম দফায় ১২০টি ইএফডি মেশিন বসানো হয়। এখন দ্বিতীয় দফায় আরো ৪০০টি বসানোর কাজ চলছে। এছাড়া ইএফডি মেশিনের ভ্যাট চালান থেকে প্রতি মাসে আমরা লটারির মাধ্যমে পুরস্কারও দিচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধউইন্ডিজকে তিনশর নিচে থামাতে চায় বাংলাদেশ
পরবর্তী নিবন্ধ৩২ কোটি টাকা রাজস্ব আদায়