করোনা সংক্রমণে বিপর্যস্ত বর্তমান বিশ্ব। তাতে কিছুটা আলোর আশা জাগাচ্ছে বিভিন্ন দেশের আবিষ্কৃত ভ্যাকসিনগুলো। বিশ্বের বেশ কিছু দেশে ইতোমধ্যে ভ্যাকসিনের প্রয়োগ শুরু হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী কিছু দিনের মধ্যে বাংলাদেশেও ভ্যাকসিনের প্রয়োগ শুরু হবে। সরকার ও ব্যাঙ্মিকো দেশে অল্প কিছুদিনের মধ্যে ভ্যাকসিন পাবার আশাবাদ ব্যক্ত করেছে। যা আমাদের জন্য অত্যন্ত স্বস্তির সংবাদ। কিন্তু এখানে একটি প্রশ্ন বারবার সামনে আসছে তা হল ভ্যাকসিন দুর্নীতি। বিগত করোনাকালীন ত্রাণ, করোনা টেস্ট, চাল ইত্যাদি নিয়ে যেভাবে দুর্নীতি হয়েছিল তার পুনরাবৃত্তি ভ্যাকসিনের ক্ষেত্রেও হবে কিনা? তা নিয়ে জনমনে একধরনের সন্দেহ তৈরি হয়েছে। এই ভ্যাকসিন নিয়েও যদি আবার দুর্নীতি হয় তা দেশের জন্য কোন ভাবেই কল্যাণকর হবেনা। এর ফলে সৃষ্টি হতে পারে বিশৃঙ্খলা আর গড়ে উঠতে পারে ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে বৈষম্যতা। যা পরিস্থিতি স্বাভাবিক করার পরিবর্তে উল্টো আরো জটিলতর করে তুলবে । তাই এইবারে ভ্যাকসিন নিয়ে সরকার ও প্রশাসনকে আগাম সতর্ক থাকতে হবে। ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে যাতে কোনরূপ বৈষম্য তৈরি না হয় সে ব্যাপারেও যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। আবার এই ভ্যাকসিন আসার সংবাদে অনেক কুচক্রি মহল নকল ভ্যাকসিন বাজারে ছেড়ে মানুষকে প্রতারিত করতে পারে। সে ব্যাপারেও সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন। কেননা এক্ষেত্রে দরিদ্র ও শিক্ষাদীক্ষায় পিছিয়ে থাকা জনগোষ্ঠীরাই বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। সর্বোপরি এই ভ্যাকসিন নিয়ে অপ্রীতিকর কোন কিছুর পুনরাবৃত্তি যাতে না হয় সে ব্যাপারে সরকার ও জনগণের আগাম সজাগ থাকা জরুরি।