ভোলায় আরো ১৯টি গ্যাস কূপ খননের পরিকল্পনা আছে : জ্বালানি উপদেষ্টা

| শনিবার , ২ নভেম্বর, ২০২৪ at ৯:৫৪ পূর্বাহ্ণ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ভোলায় ২০২৮ সালের মধ্যে আরো ১৯টি গ্যাস কূপ খনন করার পরিকল্পনা আছে। তিনি বলেন, গ্যাস সংকট দূর করতে ভোলাতে পরিকল্পনা করে ২০২৫ সালের মধ্যে ৫টি গ্যাস কূপ খনন করা হবে। আর ২০২৮ সালের মধ্যে আরো ১৪টিসহ মোট ১৯টি গ্যাস কূপ খনন করার পরিকল্পনা আছে। গতকাল শুক্রবার ভোলার ইলিশা১ গ্যাস ক্ষেত্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ সব কথা বলেন। খবর বাসসের। উপদেষ্টা বলেন, দেশে প্রচুর পরিমাণ জ্বালানি গ্যাসের সংকট রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধঅতি দ্রুত হাতি অপসারণের এক দফা দাবি স্থানীয়দের