আমায় একটা সূযর্ দাও
ভোরের সূর্য নতুন,
নিশির কালিমা ঘুচায়ে জাগাবে
আলোকিত এক ভুবন।
মঙ্গল আলোয় বিকশিত হবে
আনন্দ জীবনধারা,
মলিনতা সব ধূয়ে সাফ হবে
পবিত্রপূর্ণ ধরা।
আঁধারের কোলে অপরাধ যত
যতনে হয়েছে গণণা,
অন্যায়গুলো চরমে উঠেছে
নেমেছে বীভৎস যন্ত্রণা।
হিংসার কাছে পাঠিয়েছি আমি
ক্ষমার একটি বার্তা,
উৎকর্ষতায় বাড়াবে না আর
দম্ভের নগ্ন ক্ষমতা।
মানুষে মানুষে ভেদাভেদ সব
পেয়েছে ছুটি অনন্ত,
হতাশার ভারে তবুও পৃথিবী
মনে হয় বেশ ক্লান্ত।
সংঘাতে সংঘাতে সংকটে ভরেছে
হয়েছে অনেক বৈরীতা।
জীবনের টানে জীবনের মাঝে
প্রয়োজন আজ একতা।
বড় অভিশাপ, বড় অনুরাগ
বিঘি্নত বিশ্বে সমতা,
বৈশ্বিক ভ্রমে ম্লান হয়ে আছে
বিশ্ব মানব সভ্যতা।
নুতন আগামীর নতুন শপথে
হবে মানবতার জয়,
আত্মশুদ্ধির বিহিত চেতনায়
হত হবে যত অবক্ষয়।