ছুটছে পাখি, মেলছে ডানা
লাল আভার সূর্যটা,
হাঁকছে মোরগ, ফুটছে ফুল
পড়ছে রোদের ছটা।
রাত্রি শেষে,আলোর রেশে
সূর্যটা দেয় উঁকি,
নতুন ভোরে, পাখির শোরে
ঘুমকে দিবো ফাঁকি।
ভোরের বাতাস,শুভ্র আকাশ
সবই নতুন করে,
ফুলের কলি,পাপড়ি মেলি
রাঙিয়ে দিলো ভোরে।
টি এইচ মাহির | বুধবার , ১৫ নভেম্বর, ২০২৩ at ১০:৩২ পূর্বাহ্ণ