ভোরের গান

জেসমিন সুলতানা চৌধুরী | বুধবার , ৩ এপ্রিল, ২০২৪ at ১১:১১ পূর্বাহ্ণ

সূর্য যখন পুব আকাশে

উঁকি ঝুঁকি মারছিল,

কোমল প্রভা পাহাড় গায়ে

রক্তিম আভা এসে পায়ে

নজর আমার কাড়ছিল।

আলোর ছটা গাছে গাছে

মনের সুখে খেলছিল,

কিচিরমিচির করে পাখি

পেলব অঙ্গে খোলে আঁখি

ডানা দুটো মেলছিল।

দূর দিগন্তে নীল নীলিমায়

মেঘের কেয়া ভাসছিল,

ঘ্রাণে আকুল ঘুরে অলি

কানন জুড়ে কুসুমকলি

সদ্য ফুটে হাসছিল।

পুঁটির আশায় সাদা বগা

এক পা তুলে চুপছিল,

পানকৌড়িও জলাশয়ে

ডুব সাঁতারে নয় তো ভয়ে

মাছের খোঁজে ডুবছিল ।

পূর্ববর্তী নিবন্ধরোজার মাহাত্ম্য
পরবর্তী নিবন্ধখোকার বায়না