ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে জনতার বিজয় অনিবার্য

চান্দগাঁও থানা বিএনপির র‌্যালিতে আবু সুফিয়ান

| বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান বলেছেন, স্বাধীনতাসার্বভৌমত্ব ও গণতন্ত্রকে সমুন্নত রাখার দৃঢ় প্রত্যয় নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলবিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপি দেশ, দেশের মানুষের উন্নয়ন, স্বাধীনতাসার্বভৌমত্ব রক্ষায় ঐতিহাসিক ভূমিকা পালন করে যাচ্ছে। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, আইনের শাসন, মানুষের মৌলিক অধিকার রক্ষায় বিএনপির ভূমিকা অনস্বীকার্য। যতবারই এদেশে গণতন্ত্র হোঁচট খেয়েছে ততবারই বিএনপি এ গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণতন্ত্রের জন্য লড়েছেন। আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এখনো পর্যন্ত আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি। দেশ ও জনগণের স্বার্থে বিএনপি কখনো আপস করেনি। গণতন্ত্রের জন্য বিএনপির নেতাকর্মীরা অনেক ত্যাগ স্বীকার করেছে। আগামীতে দেশ ও জনগণের স্বার্থে বিএনপি যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত।

গতকাল বুধবার বিকালে বহদ্দারহাট চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চান্দগাঁও থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আবু সুফিয়ান বলেন, নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, সেটি ফেব্রুয়ারির আগে থামবে না। কোন দলের স্টেশনে গিয়ে ট্রেন থামবে তা নির্ধারণ করবে এদেশের জনগণ। অনেকে নানাভাবে ঢিল ছুড়ছে। নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। পতিত আওয়ামী লীগও বসে নেই। নানানভাবে ষড়যন্ত্রের জাল বুনছে। আমরা দ্ব্যর্থহীন কন্ঠে বলতে চাই, ষড়যন্ত্র করে নির্বাচনের এ যাত্রা থামানো যাবে না। বিএনপির একমাত্র শক্তি হচ্ছে জনগণ। কোনো ষড়যন্ত্র বিএনপিকে নিঃশেষ করতে পারেনি, আগামীতেও পারবে না। জনগণের শক্তিতে বলিয়ান হয়ে ১৭ বছর ফ্যাসিস্ট এর বিরুদ্ধে লড়েছি। সে লড়াইয়ে জনগণের বিজয় অর্জিত হয়েছে। ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়েও জনতার বিজয় অনিবার্য।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহসভাপতি মাহবুবুল আলম। প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু। চান্দগাঁও থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে ও মহানগর যুবদলের সাবেক সহসভাপতি ম. হামিদ এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক মো. বখতেয়ার, মহানগর বিএনপির সাবেক সদস্য মঞ্জুর আলম মঞ্জু, জসিম উদ্দিন, ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাজী ইলিয়াছ শেকু, হাজী আইয়ুব, হারুন সওদাগর, শফিউল্লাহ শফি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চান্দগাঁও থানা যুবদলের সাবেক আহ্বায়ক গোলজার হোসেন, আকতার হোসেন, হাজী আবু বক্কর, ইঞ্জিনিয়ার ইলিয়াছ চৌধুরী, মো. মনছুর আলম, নুরুল আমিন, এম. আবু বক্কর রাজু, মো. আলমগীর, জমির উদ্দিন মানিক, মানিক চৌধুরী, আরিফুল ইসলাম, নুরুল আলম লিটন, দানু সওদাগর, নুরনবী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিন্তার বিকাশে বিতর্ক একটি শক্তিশালী মাধ্যম
পরবর্তী নিবন্ধমোস্তাফিজদের ম্যাচ দিয়ে শুরু হবে আইএল টি-টোয়েন্টি