ভোটার নিবন্ধনে হয়রানি, দুর্ভোগ লাঘব চায় ভোটাররা

| সোমবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:৫২ পূর্বাহ্ণ

নির্বাচন কমিশনের নির্দেশনানুযায়ী সারাদেশে ২০ জানুয়ারি থেকে ফেব্রুয়ারির ৩ তারিখ পর্যন্ত ভোটার হালনাগাদ করা হয়েছে। ভোটার নিবন্ধনে নির্বাচন কমিশনের অন্যতম শর্ত হল ১. নাগরিক সনদ ও ২. ভোটার প্রত্যায়ন পত্র। বর্তমানে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সিটি কর্পোরেশন এলাকায় কোনো জনপ্রতিনিধি না থাকায় নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময়ের মধ্যে নাগরিক সনদ পেতে ভোটার হতে আগ্রহী নতুন প্রজন্মকে ব্যাপক হয়রানির শিকার হতে হচ্ছে। দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ড সচিবরা স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট কিংবা দায়িত্বশীল কর্মকর্তাদের স্বাক্ষরযুক্ত নাগরিক সনদ দিতে হয়রানি করছে। ফলে সাধারণ ভোটাররা পড়েছেন চরম দুর্ভোগে। এমতাবস্থায়, ভোটার হতে আগ্রহী ভোটারদের হয়রানি দূরীভূত করার জন্য নির্বাচন কমিশন ও সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের প্রতি আহবান জানাচ্ছি।

আবদুর রহিম

মতিয়ারপোল,

কমার্স কলেজ রোড।

পূর্ববর্তী নিবন্ধভবানীপ্রসাদ ভট্টাচার্য : অগ্নিযুগের কনিষ্ঠ বিপ্লবী
পরবর্তী নিবন্ধশিক্ষকরা কেন বারবার লাঞ্ছিত হবেন