ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

রাঙামাটি পৌর নির্বাচন

রাঙামাটি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১১ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:২৬ পূর্বাহ্ণ

আসন্ন ১৪ ফেব্রুয়ারি রাঙামাটি পৌরসভা নির্বাচনে দায়িত্ব পাওয়া প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গত মঙ্গলবার সকালে শহরের রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. শফিকুর রহমান বলেন, নির্বাচনে যেসব অফিসার দায়িত্ব পালন করবেন তাদের নিয়ে মঙ্গলবার সকাল থেকে দু’দিনব্যাপী রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সকালে জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ এ প্রশিক্ষণ কার্যক্রমের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তিনি বলেন, রাঙামাটি পৌরসভা নির্বাচনে ৩১টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এজন্য নির্বাচনে ৩১ জন প্রিজাইডিং অফিসার, ২০১ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪০২ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টল ইয়ুথ কয়ারের মতবিনিময়
পরবর্তী নিবন্ধইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ও অপারেশন ম্যানেজমেন্টে ভিন্নমাত্রা যোগ