ভোটকেন্দ্র পরিবর্তন বিষয়ে রিটের শুনানি আজ

মা ও শিশু হাসপাতাল নির্বাচন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৮ অক্টোবর, ২০২১ at ১০:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠাতব্য নির্বাচনে ভোটকেন্দ্র পরিবর্তনের আবেদন জানিয়ে উচ্চ আদালতে রিট করা হয়েছে। রিট নম্বর- ৯২৯৭/২০২১। গত মঙ্গলবার দাখিল করা উক্ত রিটের শুনানি আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী একটি প্যানেলের জয়েন্ট জেনারেল সেক্রেটারি পদপ্রার্থীর স্বামী মোহাম্মদ শাহ আলম চৌধুরী বাদি হয়ে উক্ত রিট দাখিল করেন। এতে মা ও শিশু হাসপাতালের পরিবর্তে অন্য কোথাও ভোটকেন্দ্র স্থাপনের নির্দেশ দানের জন্য আবেদন জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধআরটিপিসিআর ল্যাব স্থাপনের প্রক্রিয়া শুরু
পরবর্তী নিবন্ধধলই ইউপিতে যেভাবে পরিবর্তন হল মনোনয়ন