ফ্যাশন ম্যাগাজিন ‘ভোগ ফিলিপিন্স’র প্রচ্ছদে প্রবীণতম মডেল হয়ে রেকর্ড গড়েছেন ফিলিপিন্সের ১০৬ বছর বয়সী ট্যাটু শিল্পী আপো হোয়াং–ওড। আদিবাসী শিল্পী কৈশোর থেকে এই বয়স পর্যন্ত ট্যাটু এঁকে ধরে রেখেছেন ঐতিহ্য। নিজের শরীর জুড়েও ট্যাটু এঁকেছেন তিনি। ভোগ ফিলিপিন্সের এপ্রিল সংস্করণের প্রচ্ছদমুখ হিসেবে তাকেই বেছে নেওয়া হয়েছে। সিএনএন জানিয়েছে, স্থানীয়দের মধ্যে মারিয়া অজ্ঞে নামে পরিচিত হোয়াং–ওডের ট্যাটু আঁকার হাতেখড়ি ষোল বছর বয়সে, তার বাবার কাছে। খবর বিডিনিউজের।
সেই থেকে এ বয়স পর্যন্ত তিনি ট্যাটু এঁকে চলেছেন। ফিলিপিন্সের কালিঙ্গ প্রদেশের পাহাড় ঘেঁষা গ্রাম বুসকালানের বাসিন্দা হোয়াং–ওড দেশের প্রাচীনতম ট্যাটুবিদ হিসেবে পরিচিত। ওই অঞ্চলের ট্যাটু শিল্পীদের স্থানীয় ভাষায় বলা হয় ম্যামবাবাটক। হোয়াং–ওড হাজার বছরের পুরনো বাটোক পদ্ধতিতে ট্যাটু আঁকার জন্য বিখ্যাত। আদিবাসী বুটবুট যোদ্ধারা শরীরে এ ধরনের ট্যাটু আঁকতেন।