ভেবে দেখতে হবে

মাহবুবা চৌধুরী | বৃহস্পতিবার , ৬ এপ্রিল, ২০২৩ at ৫:৪০ পূর্বাহ্ণ

জীবনের দুয়ারে দুয়ারে

জ্যোতির্ময় আলেয়ার পিছু

আমাদের চলার আর শেষ হয় না।

আক্ষরিক প্রাণ অহর্নিশ কেঁদে চলে

এক টুকরো প্রশান্তির পিছু।

তবুও চলার শেষ নেই।

থামা থামি নেই। কেন?

ভেবে দেখতে হবে।

এই পাতালিপ্ত শুকনো হৃদয়ের স্বরে

কতো না বলা কথারা ফিনকি দিয়ে ওঠে

ক্ষণতিকালের জীবনের ছবিসম

রাত্রি দিন বয়ে চলে সুদিনের বায়ু

সক্রিয় সত্তায়।

সেসব কেবলি দূরাগত স্মৃতিআঁকা

উড়ে গেছে ঝিরিঝিরি হাওয়ায় সকলি

পলক থেকে পলকে, রাত্রি থেকে দিনে

ঘুম ও নির্ঘুমে

খড়ের কুটির থেকে সূর্যাস্তের ক্ষণে।

ওদের আমি ধারণ করি সুখে দুঃখে।

আজ এই শেষের বেলায়

হৃদয়ে জমেছে স্তরিভূত পলিমাটি

ফেনিল জীবনে জলমগ্ন আমি আর নদী

আজন্ম সাঁতার কেটে চলেছি একেলা।

পূর্ববর্তী নিবন্ধআক্ষেপ
পরবর্তী নিবন্ধস্মরণ : রণাঙ্গনের সাহসী সৈনিক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ