‘ভেদাভেদ ভুলে সর্বস্তরের সুন্নী মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে’

বায়েজিদ দরগাহ শরীফে মিলাদুন্নবী মাহফিলের ২য় দিন

| রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ at ৮:০৯ পূর্বাহ্ণ

আঞ্জুমানে আশেকানে মোস্তফা (.) ট্রাস্ট ও আশেকানে মোস্তফা (.) তরুণ পরিষদের যৌথ উদ্যোগে গত বৃহস্পতিবার ১২ দিনব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী (.) উদ্‌যাপনের ২য় দিবস হযরত বায়েজিদ বোস্তামী (রহ.) দরগাহ্‌ শরীফে অনুষ্ঠিত হয়।

আল আমিন হাশেমী দরবার শরীফের সাজ্জাদানশীন ও আঞ্জুমানে আশেকানে মোস্তফা (.) ট্রাস্টের সভাপতি পীরে ত্বরিকত আল্লামা শাহ্‌ সুফী কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী (মা.জি..)’র সভাপতিত্বে ও বায়েজিদ দরগাহ শরীফের জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাফেজ মুনীর আহমদের সঞ্চালনায় মাহফিলে প্রধান আলোচক ছিলেন গহিরা এফ.কে জামিউল উলুম কামিল মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা মুফতি মুহাম্মদ ফখরুদ্দিন আলকাদেরী, অক্সিজেন গাউছিয়া তৈয়্যবিয়া জামে মসজিদের খতিব আল্লামা খলিলুর রহমান আলকাদেরী, কাযী মুহাম্মদ খালেদুর রহমান হাশেমী, কাযী মুহাম্মদ সাজেদুর রহমান হাশেমী, কাযী মুহাম্মদ সফিউর রহমান হাশেমী প্রমুখ।

সভায় মুফতি ফখরুদ্দিন আলকাদেরী বলেন, সমস্ত ভেদাভেদ ভুলে বাংলার সর্বস্তরের সুন্নী মুসলমানদেরকে নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে। নচেৎ ইরানের সুন্নী মুসলমানদের ন্যায় বাংলার ৮৫% সুন্নী জনতাকে বাতিল পন্থিরা নিশ্চিহ্ন করে দেবে।

বিশেষ মোনাজাত পরিচালনা করেন শাহ্‌ সুফী কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী (মা.জি..)। শেষে মিলাদ, কেয়াম ও ঘরোয়া পরিবেশে তাবারুক বিতরণের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএস আলমের গাড়ি সংশ্লিষ্টতায় নিজের সম্পৃক্ততা নেই, দাবি মনজুরের
পরবর্তী নিবন্ধনিউ ইয়র্কে ইউনূসের নাগরিক সংবর্ধনা ২৬ সেপ্টেম্বর