ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে আলেম সমাজের

চুনতী সীরত (সা.) মাহফিলের আলোচনায় বক্তারা

| শনিবার , ৩০ অক্টোবর, ২০২১ at ১১:২৫ পূর্বাহ্ণ

লোহাগাড়া চুনতীস্থ শাহ্‌ মনজিল সীরত ময়দানে ৫১তম সীরতুন্নবী (সা.) মাহফিলের ১২তম দিনের মাহফিল গতকাল অনুষ্ঠিত হয়েছে। বাদ জুমা হাফেজ মুহাম্মদ তানসীরের কোরআন তেলাওয়াত দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এদিন তেলাওয়াতে আরও অংশ নেন হাফেজ মাওলানা জাহেদুল হক। দিনের তিন অধিবেশনে আলোচনায় অংশগ্রহণ করেন গারাংগিয়া ইসলামিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা আবদুল কাদের নিজামী, চকরিয়াস্থ দারুল ইরফান মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা নুরুল কাদের, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়-ঢাকার আরবি বিভাগের প্রভাষক মাওলানা হারুনুর রশিদ, রামুর জোয়ারিয়ানামা এমদাদুল উলুম মাদরাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা আবদুল হক ও পটিয়া জিরি মাদরাসার মুহতামিম মুফতি মাওলানা মুহাম্মদ খোবাইব।
আলোচকবৃন্দ বলেন, আলেম হচ্ছে সেই ব্যক্তি, যে জ্ঞান লাভ করে, জ্ঞান অনুসন্ধান করে ও জ্ঞান চর্চা করে। ইসলামের সবচেয়ে বড় আলেম হচ্ছে সেই, যে সবচেয়ে বেশি কুরআন জানে। কারণ কুরআনই হচ্ছে যথার্থ ও নির্ভুল জ্ঞানের প্রধানতম উৎস। কুরআনে যে জ্ঞান পরিবেশন করা হয়েছে তার মধ্যে বিন্দুমাত্র সন্দেহ-সংশয়ের অবকাশ নেই। ইসলামের স্বার্থে এখন আলেমসমাজকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার সময়ে এসেছে।
মাহফিলে সভাপতিত্ব করেন চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা আ ন আতিক আহমদ ও হাটহাজারী মুঈনুল ইসলাম দারুল উলুম মাদরাসার মুহতামিম শাহ মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া। চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসেন ও মাওলানা জিয়াউল করিমের যৌথ পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী চিন্তাবিদ ও গবেষক আহমদুল ইসলাম চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, মাহফিল মোতোয়াল্লী পরিষদের সভাপতি শাহজাদা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, শাহজাদা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত, আবু তাহের, মিয়া মো. ইসমাইল মানিক, হাফেজুল হক নিজামী, মো. শাহ নেওয়াজ, মো. ইদ্রিস মিনহাজ, শহিদুল ইসলাম, মাহবুবুল হক, শাহজাদা তৈয়বুল হক বেদার, কাজী আরিফ, মোহাম্মদ জাহেদুর রহমান, মোহাম্মদ ফজলে এলাহী আরজু, সৈয়দ উদ্দিন সিদ্দিকী, মো. নঈম নিমু, শওকত আলম, নজরুল হুদা, কফিল উদ্দিন, কশশাফুল হক শেহজাদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধরাসুলের (দ.) আদর্শ অনুসরণে দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তি