পুঁটি বলে, আমি বড়
টেংরা বলে- আমি,
শিং মাছটা বললো, জানি
কে যে কেমন দামী!
ইঁলিশ বলে, আমি রাজা-
না পাওয়া যায় খুঁজে যাকে,
তাইতো এখন পড়ছে ধরা
জাটকা ঝাঁকে ঝাঁকে।
খল্সে বলে, স্বাদের রাণী
রাজা এখন কৈ,
বোয়াল মাছটা ভাবে বসে-
নিজের দামটা কই!
বেলে মাছটা সহজ সরল
বললো, শোন ভাই-
এই জগতে সবাই সমান
নাই ভেদাভেদ তাই!