ভেতরে স্বাস্থ্যবিধি, গেটে অভিভাবকের ভিড়

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৩ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৫৩ পূর্বাহ্ণ

৫৪৪ দিন পর গতকাল খুলেছে স্কুল-কলেজ। শিক্ষার্থীরা নিজেদের মতো করে নিজের প্রিয় প্রতিষ্ঠানে গেছে। দেড় বছরেরও বেশি সময় বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফিরেছে প্রাণ। তবে ক্লাসে স্বাস্থ্যবিধি মানানোর চেষ্টা থাকলেও মাঠে এবং গেটে ছিল বেহাল দশা। সন্তানদের ক্লাসে পাঠিয়ে উদ্বিগ্ন অভিভাবকেরা গেটে ভিড় করছিলেন। নগরীর প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে ভিড় দেখা গেছে। পঞ্চম, দশম ও দ্বাদশ শ্রেণিতে প্রতিদিন ক্লাস রাখা হয়েছে। অন্যান্য শ্রেণিতে সপ্তাহে একদিন করে ক্লাস হবে।
গতকাল শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিন নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানে হাজার হাজার ছাত্র-ছাত্রী ক্লাসে যোগ দেয়। অভিভাবকদের হাত ধরে শিক্ষা প্রতিষ্ঠানে আসা ছাত্র-ছাত্রীদের গেট দিয়ে সুশৃঙ্খলভাবে ঢোকানোর ব্যবস্থা করা হয়। ক্লাসেও স্বাস্থ্যবিধি মেনে বসানোর ব্যবস্থা করে বিভিন্ন প্রতিষ্ঠান। কিন্তু গেটে গেটে অভিভাবকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। হাজার হাজার অভিভাবক প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের গেটে ভিড় করেন। করোনাকালে এই ধরনের ভিড় নিয়ে অনেকে শঙ্কা প্রকাশ করেছেন। ভিড় এড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমহাসড়কের উপর ভেঙে পড়লো বিশাল বটগাছ
পরবর্তী নিবন্ধপুঁজিবাজারে আড়াই মাসে বড় পতন