চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতি আয়োজিত ভেটার্ণ ফুটবল টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল খেলা আজ বুধবার অনুষ্ঠিত হবে। এম এ আজিজ স্টেডিয়ামে দুপুর আড়াইটায় প্রথম সেমিতে আব্দুল গনি কন্ট্রাটার স্মৃতি সংসদ ও হাটহাজারী খেলোয়াড় সমিতি পরষ্পরের মোকাবেলা করবে। বিকেল ৩ টা ৩০ মিনিটে ২য় সেমিতে ১৬ নং চকবাজার ওয়ার্ড ও ফটিকছড়ি ভ্যাটার্ণ একাদশ মুখোমুখি হবে। উল্লেখ্য ৪টি দলেই ঢাকা ও জাতীয় দলের সাবেক ফুটবলার‘রা অংশ নেবে।