লিফটের স্বচ্ছ কাচের ভেতরে
বাইরের দৃষ্টি বিভ্রম!
জয়ের উল্লাস!
যেন এইমাত্র হস্তিনাপুর জয় করে ফিরছে দুর্যোধন
পৃথিবীর সকল অসৌন্দর্য ঢেকে দিয়েছে আকাশ
তীব্র তাপমাত্রা নামিয়েছে বর্ষণ
হঠাৎই পেট্রোল ড্রাম থেকে ছিটকে এলো আগুন
জ্বলে উঠলো দাউদাউ..
পুড়লো ঘর, সাজানো আসবাব, যত্নে গড়া আবাসন।
রুদ্ধশ্বাস ধমনিতে, কেঁপে উঠছে মুহূর্তে
আতঙ্কিত প্রহর—
আবলুস কাঠের ধোঁয়ায় ধোঁয়ায়
নেমে এলো অন্ধকার
কোন খেলায় মেতেছি কখন বিভ্রমে
হয়েছি নিজেই পুতুল যেন নাচালেই নাচি
প্রতিবাদের শব্দও চুপ!
নীরবেই লিখলাম ভেজা স্তূপের নীল অক্ষরে –