‘ভূমিকম্পের প্রভাব এবং কাঠামোতে মানসম্পন্ন ইস্পাত ও কংক্রিটের ব্যবহার’ বিষয়ে সেমিনার

| বৃহস্পতিবার , ৩০ নভেম্বর, ২০২৩ at ১১:০২ পূর্বাহ্ণ

চুয়েটে পুরকৌশল বিভাগের উদ্যোগে ও জিপিএইচ ইস্পাতের সহযোগিতায় ‘ভূমিকম্পের প্রভাব এবং কাঠামোতে মানসম্পন্ন ইস্পাত ও কংক্রিটের ব্যবহার’ বিষয়ে এক সেমিনার গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল। গেস্ট অব অনার ছিলেন জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলমাস শিমুল।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের পুরকৌশল বিভাগের সাবেক অধ্যাপক ড. . শামীম জেড. বসুনিয়া। সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আয়শা আখতার। এতে পুরকৌশল বিভাগের শিক্ষক ও শেষ বর্ষের শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ১৫ গরিব অসুস্থ শিশু পেলো ফ্রি চিকিৎসা
পরবর্তী নিবন্ধসড়ক নিরাপদ করতে সবার আগে প্রয়োজন সচেতনতা