ভূত সত্যজিত ঘোষ (২২,৪৪৭) | বুধবার , ১০ জুলাই, ২০২৪ at ১১:৩৪ পূর্বাহ্ণ আকাশ জুড়ে তারা থাকে আরো থাকে চাঁদ রাতের আকাশ এমন কেন এটা কি কোনো ফাঁদ? দিনের আকাশে একাই সূর্য আর কিছু থাকে না এটা নিয়ে ভাবতে ভাবতে খুকির ঘুম আসে না। ঘুম না এলে ভয় লাগে ভূত যদি এসে যায় ভূত নাকি ধরে ধরে ছোটদের ঘাড় মটকায়।