ভূজপুর থানাকে অবিলম্বে উপজেলায় উন্নীত করার দাবিতে চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ভূজপুর থানা সচেতন নাগরিক সমাজ।
স্মারকলিপিতে বলা হয়, ভৌগলিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রশাসনিক গুরুত্বের কারণে এবং জনগণের দোরগোড়ায় সকল নাগরিক সুবিধা পৌঁছে দেয়ার লক্ষ্যে ভূজপুরকে উপজেলায় উন্নীত করা আজ সময়ের দাবি। স্থানীয় সরকারকে শক্তিশালী করা এবং প্রশাসনিক বিকেন্দ্রীকরণ সরকারের মূল লক্ষ্য হলেও ভূজপুর এখনো থানা হিসেবে থেকে যাওয়ায় ভূজপুরবাসী প্রশাসনিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। প্রায় চার লাখ মানুষের বসবাস ভূজপুর থানাকে অবিলম্বে উপজেলা হিসেবে ঘোষণা দিতে ভূজপুর থানা সচেতন নাগরিক সমাজ নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর জরুরি পদক্ষেপ কামনা করেন। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন মাস্টার আহমদ ছাবের, মিনহাজ মাহমুদ, বাবলু বিশ্বাস, মুহাম্মদ ইমতিয়াজ মামুন, মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, আইনজীবী নোমান বিন খুরশিদ, মুহাম্মদ হাসান মাসুদ, জাহেদ মামুদ রনি, মুহাম্মদ হেলাল উদ্দিন, মুহাম্মদ নাছির উদ্দীন, মুহাম্মদ শাহআলাম, মুহাম্মদ আরমান, নিজাম কাদেরী প্রমুখ।